আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শহরের আলাইপুরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে এই পরিচিতি ও কর্মি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপত্বিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপি সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপির কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগ সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম,সহ সাংগঠনিক সম্পাদক এ,এইচ,এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ,নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ সহ আহবায়ক কমিটির সগস্যরা।
এ সময় বক্তারা বলেন, কেন্দ্র থেকে জেলা বিএনপির ১৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করে দিয়েছে। সেই কমিটির সদস্যদের দিয়ে আগামিতে দলের সকল কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। আমরাও হাইকমান্ডের নির্দেশ মত কাজ করবো। আগামি সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কিভাবে নির্বাচন দীর্ঘায়িত করা যায় বা নির্বাচন বানচাল করা যায় সেই সব ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের মানুষ জানে দেশে নিরপেক্ষ নির্বাচন হলে ২শ আসনের বেশী আসন বিএনপি পাবে। সব বুঝতে পেরে দেশে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র শুরু হয়েছে। কিন্তু আমরা কোন ষড়যন্ত্র হতে দেবো না।ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করা হবে।
Discussion about this post