আল আমিন, নাটোর প্রতিনিধি :-মিথ্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নি:শর্ত মুক্তি ও দলীয় প্রতীক ফিরিয়ে দেবার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোরে জেলা জামায়াত।
আজ মঙ্গলবার দুপুরে শহরের মাদ্রাসা মোড়ে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন দলের নেতাকর্মিরা। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরার সদস্য ও নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর জেলা পেশাজীবীর সভাপতি অধ্যাপক মো. সাইদুর রহমান, জেলার সহকারী সেক্রেটারী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, মো: আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর উপজেলার আমীর অধ্যাপক মীর নূরুন নবী, শহর আমীর রাশেদুল ইসলাম প্রমূখ।
বক্তব্যে জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম বলেন, আগামী ২০ তারিখের মধ্যে তাদের নেতাকে মুক্তি না দেয়া হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল সোমবার এক বিবৃতিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়ে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির ঘোষণা দেন।
Discussion about this post