নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলা সামগ্রী উপহার দিয়েছেন কাওরাইদ ইউনিয়নের কৃতি সন্তান বাহরাইন প্রবাসী মানবিক মনের মানুষ, বিশিষ্ট সমাজসেবক শেখ সোহেল।
তিনি কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্থানীয় লোকজনের মাধ্যমে খেলার সরঞ্জাম হিসেবে, ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, কসটেপ এলাকার বিভিন্ন ক্লাবে যুবকদের মাঝে উপহার দেওয়া হয় । এসময় জিয়া স্মৃতি সংসদ,মড়লপাড়া,বৈরাগবাড়ী লাল সবুজ ক্রীয়া সংঘ ক্লাব,জাহাঙ্গীরপুর নবজাগরণ ক্লাব,বলদীঘাট শিমুলতলা চৌরাস্তা সহ বিভিন্ন জায়গায় এসব খেলা সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাবউদ্দিন আতা,কাওরাইদ ইউনিয়ন ছাত্রনেতা রিয়াদ মন্ডল, সাবেক সেনা সদস্য নাজমুল হক কাজলসহ বিভিন্ন ক্লাবের সদস্য নেতৃবৃন্দ।
যুবকদের মাঝে খেলা সামগ্রী বিতরণ সম্পর্কে জানতে চাইলে শেখ সোহেল বলেন আমি দীর্ঘদিন যাবত প্রবাসী, আমিও কাওরাইদ ইউনিয়নের একজন বাসিন্দা, আমি চাই কাওরাইদ ইউনিয়নকে মাদক মুক্ত করতে, আর এর প্রথম ধাপ হচ্ছে এই যুব সমাজকে খেলাধুলার মধ্যে অনুপ্রাণিত করা, তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ সামান্য উপহার।
Discussion about this post