মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের (চিনিকল) নফর সংগঠনের কার্যালয়ের পিছনে পাওয়া ৪টি শক্তিশালী বোমা সেনাবাহিনীর একটি দল বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে কেরু কোম্পানি চত্বরে যশোর ক্যান্টনমেন্ট ৫৫ পদাতিক ব্যাটালিয়নের ক্যাপ্টেন নাফিসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল বোমাগুলো নিস্ক্রিয় করেন।এগুলো শক্তিশালী ছিল বলে তারা সাংবাদিকদের জানান। উল্লেখ্য রোববার কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড এলাকায় তল্লাশি চালিয়ে যৌথবাহিনী দুপুরে ৪টি শক্তিশালী বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।২৪ ঘন্টারও বেশি সময় আইন শৃঙ্খলা বাহিনী বোমাগুলো ঘিরে রেখে অবশেষে এগুলো বিস্ফোরণ ঘটনা হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ও শনিবার (১৫ ফেব্রুয়ারী) কেরু এ্যান্ড কোম্পানির জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশ থেকে দুটি সাদা ও লাল টেপ মোড়ানো বোমাও বিস্ফোরণ ঘটালো হয়েছিল। দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।
Discussion about this post