নিজস্ব প্রতিবেদক:: ভুয়া মুক্তিযোদ্ধাদের দ্রুত শনাক্ত করে তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসক সম্মেলন শেষে এ তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)।
উপদেষ্টা বলেন, ‘দেশের বিভিন্ন জেলা–উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে, তাঁদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলা প্রশাসকেরা। খুব দ্রুত সময় তাঁদের সনাক্ত করা হবে।’
তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা আর্থিক সুবিধা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন। চলতি সপ্তাহে জুলাই অধিদপ্তর চালু হচ্ছে।’
জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের প্রত্যেক পরিবার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যারা গুরুতর আহত হয়েছেন, তাঁরা ৫ লাখ টাকা এককালীন পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। যারা অপেক্ষাকৃত কম আহত হয়েছেন, তাঁরা ১৫ হাজার টাকা করে মাসিক পাবেন। আর যারা সামান্য হতে হয়েছেন তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন।’
Discussion about this post