নিজস্ব প্রতিবেদক:: সাবেক জনপ্রশাসনমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোনালিসা কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতির পদে রয়েছেন। রোববার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে যুব মহিলা লীগ নেত্রীকে গ্রেপ্তার করে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে মেহেরপুর ও ঢাকায় মামলা রয়েছে।
আজ সোমবার মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে মেহেরপুরে এনে আদালতে হাজির করা হবে।’
Discussion about this post