আল আমিন, নাটোর প্রতিনিধি :-নাটোরের সিংড়ায় বন্ধকি জমি চাষ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন চারজন।
গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন- কদমকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল (১৯), আবুল হোসেনের ছেলে এলাহি (২৮), ইব্রাহিম হোসেন (৩২), বিনাহাট গ্রামের আব্দুল লতিফের স্ত্রী হনুফা (২৫), আব্দুল মান্নানের ছেলে ফরিদ (২৫), আব্দুর রাজ্জাকের ছেলে মাসুদ (২৭)। তাদের নাটোর সদর হাসপাতাল ও সিংড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ইব্রাহিম হোসেন জানান, তিনি একই গ্রামের রতনের কাছ থেকে গত বছর তিন লাখ টাকা দিয়ে দুই বিঘা জমি তিন বছর চাষাবাদের চুক্তিতে বন্ধক নেন। এর মধ্যে এক বছর তিনি চাষাবাদ করেছেন। এ বছর তিনি ওই জমিতে বোরো ধান চাষ করেন। কিন্তু রতন ও তার লোকজন ওই জমির বাঁধ কেটে পানি বের করে দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।
ইব্রাহিম হোসেন দাবি করেন, রাতে রতনের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রতন, মানিক, লিটন, শাহাদত, তৌহিদুলসহ একদল লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় ইব্রাহিমের আত্মীয়-স্বজন বাধা দিলে তাদের লক্ষ্য করে রতনের লোকজন গুলি চালায়। এতে শাকিল, এলাহি, ইব্রাহিম ও হনুফা গুলিবিদ্ধসহ কমপক্ষে ১১ জন আহত হন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষেই থানায় অভিযোগ দাখিল করেননি। তবে পরিস্থিতি শান্ত রয়েছে।
Discussion about this post