মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের ক্লাবের সামনে পুকুর পাড়ে দুই”দিনের ব্যবধানে আবারও কালো টেপ মোড়ানো বোমা সাদৃশ্য পাওয়া গেছে।
শনিবার বেলা ১২টায় কেরু এ্যান্ড কোম্পানির ক্লাবের সামনের পুকুরের ধারে এক ব্যাক্তি ছাগল চরানোর সময় কালো কসটেপ মোড়ানো বোমা সাদৃশ্য দেখতে পেয়ে কেরুর নিরাপত্তা কর্মীদের জানায়।পরে কেরুজ কতৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসন ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।রাজশাহী হতে বোমা নিস্ক্রিয় দল এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।অপরদিকে গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নিরাপত্তা কর্মীরা একই এলাকায় রাস্তার পাশে ঝোপের ধারে লাল টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে বোমা হতে পারে এই সন্দেহে দ্রুত দর্শনা থানা পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পে খবর দেয়া হয়। এই নিয়ে ওইদিন আতংকের সৃষ্টি হয়। বোমা সদৃশ্য বস্তু সন্দেহে সকাল থেকে রাত পর্যন্ত এটিকে ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত ৯টার দিকে রাজশাহী থেকে র্যাব-৫ এর ছয় সদস্যের একটি বোমা নিস্ক্রিয়দল ঘটনাস্থলে এসে বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটায়।
Discussion about this post