মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেড (চিনিকল) প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ক্লাবের পাশে বোমা সাদৃশ্য লাল টেপ মড়ানো একটি বস্তুকে পড়ে থাকতে দেখে সারাদিন কৌতুহল ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।পরে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এসে এলাকাটি সিল করে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে দেয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেরুজ জেনারেল অফিস সংলগ্ন ক্লাবের পাশের রাস্তার পাশে লাল টেপ মড়ানো একটি (কৌটা) বস্তু দেখতে পান ক কোম্পানির কর্মরত কয়েকজন নিরাপত্তা কর্মী। বোমা হতে পারে এই সন্দেহজনক হওয়ায় দ্রুত তারা প্রথমে কেরুজ প্রশাসন পরে দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর ও হুমায়ূন আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে সিল করে দেয় ও এলাকাটির আশপাশে কাউকেই আসতে নিষেধ করে।
ওসি মুহম্মদ শহীদ তিতুমীর বলেন,রাজশাহী র্যাব-৫ এর বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে আসলে জানা যাবে এটি বোমা নাকি অন্য কিছু।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) এ তথ্য নিশ্চিত করে বলেন, বস্তুটি কি জিনিস এটা এখনি বলা সম্ভব নয়। বোম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক রাব্বিক হাসান বলেন ক্লাবের পাশে বোমা সাদৃশ্য একটি বস্তু পাওয়া গেছে বোমা কিনা এটা এখনো নিশ্চিত নয় বোম্ব ডিসপোজাল টিম আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বোমা নিস্ক্রিয় টিম ঘটনাস্থলে পৌছাতে পারেনি।
Discussion about this post