স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার সকালে দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন। পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মো: সালাম খান ডালিম, কাপাসিয়া সাব রেজিস্ট্রার অফিস দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রাসেল, তরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সাকিব, কামাল হোসেন ইমন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুজ্জামান । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি ইতিহাসের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন যে, ভাষা আন্দোলন হতে শুরু করে অদ্যাবধি প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য ও অনস্বীকার্য।
গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে ও মূলকারিগর ছিল ছাত্ররা ও জনতা। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য করে বলেন যে, এই ইতিহাসকে তোমাদেরকে অন্তরে গেঁথে রেখে সুষ্ঠু দেশ গঠনে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত হওয়ার প্রয়োজনীয়তা ও তুলে ধরেন। পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয় একটি সনামধন্য স্কুলে পরিনত হবে সে আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৮.০০ টায় পবিত্রকুরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
Discussion about this post