নিজস্ব প্রতিবেদক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন গাজীপুর জেলা বিএনপির চার সদস্যের আহ্বায়ক কমিটি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলশানের বাসায় নতুন কমিটির পক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এরআগে, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, ডা. রফিকুল ইসলাম (বাচ্চু) ও শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এছাড়াও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে করা হয়েছে কমিটির সদস্য সচিব। সেই চিঠিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অবশ্যই অনুসরণ করতে হবে।
ক. গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক ১ নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিসমূহ অনুমোদিত হবে ।
খ. গাজীপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে।
গ. আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিট সমূহে সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত করবে।
শুভেচছা বিনিময় শেষে কমিটির ১নং যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন,’ নতুন কমিটির পক্ষে মহাসচিব মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন ও রাজনৈতিক কর্মসূচী সম্পর্কে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।
আশা করছি দেশ নায়ক তারেক রহমানের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে এ কমিটি যথাযথ ভূমিকা পালন করবে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গনতন্ত্রের আদর্শিক নেত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী বাংলাদেশ বিনির্মানে আমরা আপ্রাণ প্রস্তুত।’
Discussion about this post