আল আমিন, নাটোর প্রতিনিধি :-জেলা পরিষদের অর্থায়নে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে নাটোরের সিংড়ার শহীদ রমজান আলী, শহীদ সোহেল রানা ও শহীদ হ্নদয় হোসেনের পরিবারেরমাঝে সহায়তা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার প্রত্যেক শহীদ পরিবারের
মাঝে দুই লাখ টাকার চেক ও ফলের ঝুড়ি উপহার দেন জেলা প্রশাসক আসমা শাহীন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিকে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের
হাজীপুর গ্রামের শহীদ রমজান আলীর বাড়িতে যান জেলা প্রশাসক। সেখানে গিয়ে শহীদ রমজান আলীর পরিবারের সাথে কুশল বিনিময় করে আর্থিক অনুদানের চেক তুলে দেন। পরে রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামে শহীদ সোহেল রানা ও ছাতারদীঘি ইউনিয়নের শহীদ হ্নদয় হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া,সিংড়ার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম, পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য
রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিয়াদ, আদনান সরদার, আব্দুল মমিন, সাব্বির হোসেন প্রমূখ।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, গণঅভ্যূত্থানে
প্রত্যক নিহত শহীদ পরিবারের পাশে রয়েছে প্রশাসন। সরকারি ভাবে
সকল সুযোগ সুবিধা পাবেন শহীদ পরিবারের সদস্যরা। এছাড়াও সার্বক্ষনিক তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।
Discussion about this post