স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক স্কুলের বিনামূল্যে ফলিক এসিড ও আয়রন ট্যাবলেট হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম মনজুর-এ-এলাহী।
এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুর রউফ, পৌরসভার কর্মকর্তা মাসুদুজ্জামান, মীর মোশারফ হোসেন, দুলাল মোড়ল, তৌহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, শিপলু চন্দ্র দাসসহ বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post