স্টাফ রিপোর্টার :: গাজীপুর জেলা কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ দুই বন্দির মৃত্যু হয়েছে। এরমধ্যে ওমর ফারুক (৩৩) নামে এক বন্দি আজ মঙ্গলবার ভোরে মারা যান। তিনি গাজীপুর জেলা কারাগারে ছিলেন। অপরদিকে সোমবার রাতে দুলাল উদ্দিন (৫০) নামে আরও এক কয়েদি অসুস্থ হয়ে মারা যান। তিনি কাশিমপুর কারাগাওে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কারাগারের ভেতরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু পরিস্থিতির অবনতি হলে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুকের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। তিনি চলতি বছরের ২৫ জানুয়ারি থেকে কারাগারে আছেন।
এছাড়া ২৯ জানুয়ারি কারাগারের ভেতরে কেস টেবিলে সার্জেন্ট ইনস্ট্রাক্টর ফয়েজ উদ্দিনের ওপর হামলা করে রক্তাক্ত করেন ওমর ফারুক। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফরহাদ।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দুলাল সোমবার রাত ১১টায় বুকের ব্যথা অনুভব করেন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post