স্টাফ রিপোর্টার, গাজীপুর :: যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক রোধে এ রকম খেলা যদি প্রত্যেকটা এলাকায় হয়, তাহলে যুবসমাজ মাদক ছেড়ে খেলায় মনোনিবেশ করবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা এলাকায় পূর্বচন্দ্রা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খালেদ মাহমুদ পাইলট বলেন, বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় বড় বড় টুর্নামেন্ট করতে হবে। এ দেশের লাখ লাখ ছেলে-মেয়ে ক্রিকেট এবং ফুটবল খেলে। এগুলো তাদের সবচেয়ে জনপ্রিয় খেলা। আমাদের ছেলে-মেয়েদের খেলাধুলা করতে বেশি বেশি উৎসাহ দিতে হবে।
কালিয়াকৈর পৌরসভার সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুলের পৃষ্ঠপোষকতায় পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ৮ বিভাগের ৮টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলায় আবরণ জায়ান্টস দল বালিয়া ভাই কিং দলকে হারিয়ে বিজয় অর্জন করে। পরে বিজয়ী দলকে ১ লাখ ২০ হাজার টাকা পুরস্কার ও চ্যাম্পিয়ন টফি তুলে দেওয়া হয়।
গাজীপুর জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক সাইজউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম ও দায়রা জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সুলতান উদ্দিন প্রধান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেলোয়ার জাহান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল মাহমুদ প্রমুখ।
Discussion about this post