স্টাফ রিপোর্টার :: গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মো: মনসুর আহমেদ রিপন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: রাব্বি হাসান শাকিল, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ ফারজানা কানিজ। এ সময় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাচিত সকলকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: আবদুর রহমান, সাধারণ সম্পাদক মো: ইসমাইল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক মো: আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মহানগর কমিটির সভাপতি মো: আবু সাঈদ মোল্লা, সাধারণ সম্পাদক, মো: আব্দুস সালাম, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গাজীপুর প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫,২০২৬, দুই বছরের জন্য বাসন, কাউলতিয়া মেট্রো থানা কমিটি গঠন করা হলো।
Discussion about this post