খালেকুজ্জামান,স্টাফ রিপোর্টারঃ “কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সুখে থাকবে বাংলাদেশ” এপ্রতিপাদ্যকে সামনে রেখে পেঁয়াজ আমদানি বন্ধ এবং ন্যায্য মূল্যের দাবিতে মানব বন্ধন করেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পেঁয়াজ চাষিরা।
উপজেলায় নতুন পেঁয়াজ উৎপাদন মৌসুম শুরু হওয়ায় কৃষকরা পেঁয়াজ তুলতে শুরু করেছেন।
কিন্তু ব্যবসায়ীরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করায় ন্যায্য দাম না পেয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে মুজিবনগরের পেঁয়াজ চাষিরা।
মৌসুমের এই সময়ে পেঁয়াজের আমদানি বন্ধ করার দাবি তুলেছেন তারা।
সোমবার বিকাল ৪ টার দিকে মুজিবনগর উপজেলা কেদারগঞ্জ বাজারে স্থানীয় কৃষক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে কৃষকরা সরকারের কাছে এ দাবি করেন।মানববন্ধনে চাষীরা বলেন,যখনই পেঁয়াজের ভরা মৌসুম শুরু হয় তখনই পেঁয়াজ আমদানি করে সরকার। এর ফলে লোকসানের মুখে পড়ে চাষীরা। এবার ও তার ব্যতিক্রম নয়। ভারত থেকে পেঁয়াজ আমদানিতে প্রভাব পড়েছে স্থানীয় বাজারে।
প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৭ টাকা দরে।এর ফলে উৎপাদন খরচ উঠবে না বলে দাবি করেন চাষীরা।
ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়বেন তাঁরা।একারণে আগামী ৩ মাস পেঁয়াজ আমদানি বন্ধের দাবি জানান উপজেলার চাষীরা।
গত বছর পেঁয়াজের দাম বেশি হওয়ায় এবং দেশের চাহিদা মেটাতে কৃষকরা এ বছর বেশি পরিমান পেঁয়াজ আবাদ করেছেন। কৃষকরা যখন পেঁয়াজ তুলতে শুরু করেছেন, ঠিক তখনই বিদেশ থেকে কম দামে এ কৃষি পণ্য আমদানি করা হচ্ছে।
Discussion about this post