নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে জাল দলিল ও নাম খারিজ করে দেওয়া চক্রের মূল হোতা আলমগীর হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১০ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম এ তথ্য জানান।
রবিবার চর ঈশ্বরদিয়া তার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আটটি জাল দলিল, বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন ভূমিসংশ্লিষ্ট অফিসের ২০ ধরনের কর্মকর্তাদের ৬২টি সিল, ৩৬টি খোলা রাবার সিল, ১৪টি খোলা রাবার সিলের প্লাস্টিক হোল্ডারসহ বিভিন্ন টাকার মূল্যমানের স্ট্যাম্প উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, আলমগীরের বাড়িতে দীর্ঘদিন ধরে একটি চক্র ভূমিসংশ্লিষ্ট জাল দলিল ও নামজারির দলিলাদি বানাচ্ছিল। এ সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল রবিবার অভিযান চালিয়ে চক্রের মূল হোতা আলমগীরকে তার নিজ বাড়ি থেকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর ও চক্রের অন্য সদস্যরা নতুন দলিল তৈরির কথা স্বীকার করেন। তারা একজনের জমির কাগজ আরেকজনকে বানিয়ে দিতেন। তারা অন্যকে বিবদমান জমির অংশীদার বানিয়ে দিতেন। একজনের জমি আরেকজনের নামে নামজারি করে দিতেন তারা। এ চক্রের আরো সদস্য রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Discussion about this post