স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা এলাকা থেকে ১৯জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানায় গ্রেফতারকৃতরা হলেন, নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), আওলাদ হোসেন (৪৫), বাদল দে (৩৫) মো. স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪), মো. রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), সিরাজুল ইসলাম (৪৬), সেলিম পাঠান (৫০)।
টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম খোকা (৩৮), এলেম মিয়া (৫৩), শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪), হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯), ও মো. বাবু (২৮)।
পুলিশ জানায়, চলমান ডেভিল হান্ট অভিযানে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
Discussion about this post