টঙ্গী প্রতিনিধি:: মাদক কে না বলুন – স্লোগান সামনে রেখে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য বেপারী মোঃ জুয়েল রানার সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বি.এম শামীম।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের কার্যকারী সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহবায়ক জননেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ সরাফত হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম দেওয়ান, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ, টঙ্গী বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সাধারণ সম্পাদক হাজী মুজিবুর রহমান, বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম টানু,যুবদল নেতা আঃ কাদির, মোঃ হেলাল উদ্দিন, আঃ সাঈদ,মাসুদ খান, মনিরুজ্জামান মনির, শাহাদাত হোসেন বাপ্পি মিজ্জা প্রমুখ।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ২ আসনের ধানের শীষের প্রতিকি নেতা আলহাজ্ব মোঃ সালাউদ্দিন সরকার বলেন বিগত সরকার প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের আখড়া বানিয়ে রেখেছিল। তাই সমাজের যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছিল। বিএনপি সরকার সবসময় মাকদ-কে না বলে। সামনের দিনে টঙ্গী সহ গাজীপুর-২ আসনের মধ্যে মাদকদ্রব্য বেচা-কেনা বন্ধ থাকবে। পাশাপাশি গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকবে বলে অঙ্গীকার করেন।
Discussion about this post