নিজস্ব প্রতিবেদক:: দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট-এর দ্বিতীয় দিনে গাজীপুর জেলায় ১০০ জন আটক হয়েছেন। আটকদের মধ্যে মহানগরীর ৮ থানায় ৭৯ জন এবং জেলার ৫টি থানা এলাকা থেকে সাবেক এমপিসহ ২১ জন রয়েছেন।
পুলিশ জানায়, রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে মহানগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে টঙ্গী পর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ৫ জনসহ ৭৯ জনকে আটক করে। তাদের মধ্যে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকারও রয়েছেন।
জেলার শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানায় গ্রেপ্তার হয়েছেন ২১ জন। তাদের মধ্যে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর আসনের সাবেক এমপি চয়ন ইসলামও রয়েছেন। তাকে রাত সাড়ে ১২টার দিকে শ্রীপুর থানা পুলিশ আত্মগোপনে থাকা একটি ফ্ল্যাট থেকে আটক করে।
Discussion about this post