স্টাফ রিপোর্টারঃ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দি মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ ২০২৫ নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৮ই ফেব্রæয়ারি সকাল ৮ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০ মিনিট পর্যন্ত বিরতীহীনভাবে সাধারন ভোটাররা তাদের ভোট প্রদান করে। এতে চেয়ারম্যান পদে আগাষ্টিন প্রতাপ গমেজ চেয়ার প্রতীকে ৪৯৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী ছিলেন নোয়েল চালর্স গমেজ ছাতা প্রতীকে ১৪৪৫ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদন্ধীতা করেছেন। বই প্রতীকে ডিউক প্রদীপ রোজারিও ৪৫৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী আগোষ্টন কিশোর গমেজ দেয়াল ঘড়িতে প্রতীকে পেয়েছেন ৪৩৯ ভোট। বিজয় লিনুস রোজারিও সাইকেল প্রতীকে পেয়েছেন ১০৬৭ ভোট। সেক্রেটারী পদে পেলিলন হেনরি পিউরীফিকেশন দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৮৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতীদন্ধী গোলাপ ফুলে পেয়েছেন ১৪০৫ ভোট। পরিচালক অর্থ ও প্রশাসন পদে জেমস ডি রোজারিও টেলিভিশন প্রতীকে ৪০৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী মিস্টার শুভজিৎ সাংমা হরিণ প্রতীকে পেয়েছেন ১৪৯৩ ভোট, ট্রেজারার পদে ইউজিন কোড়াইয়া চশমা প্রতীকে পেয়েছেন ৪৬৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী শ্রীলা তেরেজা সরকার মই প্রতীকে পেয়েছেন ১৪৮৫ ভোট। ব্যবস্থাপনা কমিটি সদস্য পদে প্রদীপ আগাষ্টিন গমেজ কাপপিরিচ প্রতীকে ৪৩৫৬ ভোট, সুজয় পিউরীফিকেশন হাত পাখা প্রতীকে ৪৩৮৯ ভোট, শুভ রঞ্জন চিসিম রেডিও প্রতীকে ৪০৪০ ভোট, মি. এইচ হিলারিশ হাউই মোমবাতি প্রতীকে ৩৯০৭ ভোট, গিলবার্ট গমেজ মোরগ প্রতীকে ৪১৭৫ ভোট, ডন ক্লারেন্স হাওলাদার উট প্রতীকে ৪০৫৭ ভোট, লিংকাস রোজারিও টিউবওয়েল প্রতীকে ৪৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিন।
অভ্যন্তরীন নিরাক্ষা ও পর্যবেক্ষন কমিটির চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রবার্ট সায়মন গমেজ। সেক্রেটারী পদে বিরেন বি গমেজ নির্বাচিত হয়েছেন।
অভ্যন্তরীন নিরাক্ষা ও পর্যবেক্ষন কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন মায়া মিনকা গাঙ্গুলী, কাজল শিমন ডি কস্তা, রনি মাইকেল গমেজ নির্বাচিত হয়েছেন। ঋণদান কমিটির চেয়ারম্যান পদে তার্সিসিউস লালমা, সেক্রেটারী পদে উজ্জল ফ্রান্সিস রিবেরু, সদস্য পদে রনী ফ্রান্সিস গমেজ, লিনসন গমেজ নির্বাচিত হযেছেন।
Discussion about this post