আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়া থেকে তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা ও একটি কচ্ছপ ছানা উদ্ধার করেছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
আজ রোববার দুপুরে পেঁচার বাচ্চাগুলোকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। আর পথ হারানো কচ্ছপটিকে একটি সংরক্ষিত পুকুরে অবমুক্ত করা হয়েছে।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলিম খাজা সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলার পাটকোল ব্রীজের নিচে বাসা থেকে দুটি লক্ষ্মী পেঁচার ছানা মাটিতে পড়ে গেলে স্থানীয় কিশোর বিশাল আহমেদ ও মুন্নাফ ছানা দুটিকে কুড়িয়ে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে ছানা দুটি উদ্ধার করে পুনরায় সেই মা পাখিটির বাসায় ফিরিয়ে দেয়া হয়। এদিকে সকালে শহরের কাটাপুকুরিয়া মহল্লার জোৎস্না বেগমের বাড়ির পাশে থেকে একটি পথ হারিয়ে ফেলা কচ্ছপ ও কলেজ গেট এলাকা থেকে অপর একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। লক্ষ্মী পেঁচা ছানা ও কচ্ছপ এর প্রাণ বাঁচাতে সহযোগিতা করায় তিন ব্যক্তিকে উপহার হিসেবে দেয়া হয়েছে শীতবস্ত্র।
তিনি আরো জানান, ২০১২ সাল থেকে চলনবিলের পাখি, বন্যপ্রাণি ও জীববৈচিত্র্য রক্ষায় তার সংগঠনের সদস্যরা নিরলস ভাবে কাজ করে আসছে। এবিষয়ে তাদের বেশ সাফল্যও রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার জানা, চলনবিলের পাখি ও বন্যপ্রাণি রক্ষায় প্রশাসন সব সময়ই তৎপর রয়েছেন। এখানে পরিবেশ কর্মীদেরও বেশ ভূমিকা রয়েছে।
Discussion about this post