আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জেলার প্রতিটি ইউনিয়নে ক্লাস্টার ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
ইউনিয়ন পর্যায়ে উৎসব মুখর পরিবেশে দিনব্যাপী দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদ মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দিঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া,সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আখতার জাহান সাথী।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নূর-উন-নাহার রুবিনা।
Discussion about this post