জাহিদ হাসান জিহাদ।। আওয়ামী দোসরদের জন্য কোন আইনজীবী যেন কোর্টে না দাঁড়ায়:এম মঞ্জুরুল করিম রনি
আওয়ামী লীগের দোসরদের জন্য কোন আইনজীবী যেন জামিনের জন্য কোর্টে না দাঁড়ায় সে আহবান করেছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।
রবিবার( ৯ ফেব্রুয়ারী)বিকেলে গাজীপুর ‘ল’ কলেজের এডহক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি আইনজীবী দের কাছে এই আহবান জানন।
এসময় তিনি বলেন,বিগত ফ্যাসিবাদ সরকারকে আমলে যে আন্দোলন সগ্রাম করেছি সেখানে আইনজীবী দের ভূমিকা ছিল অপরিসীম। সে বিষয়গুলো মনে রাখি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করেছি, সে সময়ে আমরা কতোটা অত্যাচার নির্যাতন সয্য করেছি গত ১৭ বছর। এই ফ্যাসিবাদ শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠচে, সে দিকে সতর্ক থেকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও বলেন, আমরা জানি আওয়ামী লীগের অসংখ্য দোসররা এখনও বাইরে আছে ঘুরাফেরা করছে তাদেকে এখনও গ্রেফতার করা হয় নি। যারা গ্রেফতার হয়েছে তাদের পক্ষে অনেক আইনজীবী দাড়াচ্ছেন, সে দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে।এইসব দোসরদের জন্য কোন আইনজীবী যেন কোর্টে না দাঁড়ায় তাদের জামিনের জন্য। কারণ এরা আমাদের দলের নেতা- কর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে তখন কাউকেই জামিন দেওয়া হয় নি। বরং একের পর এক রিমান্ডে নিয়ছে সে বিষয়গুলো ভুলে গেলে চলবে না। তাদের একটু মিষ্টি কথা আর কোন কিছুর বিনিময়ে আমরা যেন বিভ্রান্ত না হই। দেশ এবং জাতির ক্ষতি যেন আমরা না করি।
কারণ এরাই বের হয়ে আবার আপনার- আমাদের এবং দেশের ক্ষতি করবে। সুতরাং এদিকে সকলকে সতর্ক থাকতে হবে।
মঞ্জুরুল করিম রনি আরও বলেন, ল কলেজের নবীন আইনজীবী যারা আসবেন এবং শিক্ষানবির যারা আছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা। যেন এই দেশটাকে নতুনকরে গড়ে তুলতে পারি। হসিনার আমলে যে জুডিশিয়াল ব্যবস্থা সে খান থেকে বেরিয়ে এসে একটা স্বাধীন জুডিশিয়ারীর কথা বলছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে স্বাধীনতা এবং নতুন বন্দোবস্ত করে দেশকে গড়ে তোলার কথা বলছেন, রাষ্ট্র মেরামতের কথা বলছেন, সেখানে এই স্বাধীন বিচার ব্যবস্থা কথাও আছে। যেন বিচারকরা স্বাধীন ভাবে কাজ করতে পারে সে জন্য সবাইকে আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজীপুর ‘ল’ কলেজের অধ্যক্ষ ও এডহক কমিটর সদস্য সচিব ডক্টর মো: সহিদউজ্জামান, অনুষ্ঠানে সবাপতিত্ব করেনমগাজীপুর ‘ল’ কলেজের এডহক কমিটির সবাপতি অধাপক মো: নজরুল ইসলাম ও অনান্য শিক্ষকরা এছাড়াও প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
Discussion about this post