স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর পূবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা কাইয়ুম খানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে জয়দেবপুর থানা পুলিশ তাকে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের ছোট কয়ের গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কাইয়ুম খান গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন।
জানা যায়, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় ২০১২ সালে পুবাইল আদর্শ কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পান কাইয়ুম খান। আওয়ামী লীগ সরকারের সময় কলেজটিকে তিনি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। তার দাপটে সাধারণ শিক্ষকরা মুখ খোলার সাহস পায়নি। কলেজের লাখ লাখ তসরুফ, কলেজের টাকায় প্রতি বছর বিদেশ ভ্রমণসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রীর মেহের আফরোজ চুমকির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অধ্যক্ষ কাইয়ুম খান। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া জয়দেবপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রবিবার বিকেলে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post