আল আমিন নাটোর প্রতিনিধি :- নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আওয়ামীলীগকে সংগঠিত করার অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের কার্যালয় ভাংচুর করেছে ছাত্র-জনতা।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জুলাই বিপ্লবের সময় দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মিঠুর নির্দেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো এবং আওয়ামীলীগকে সুসংগঠিত করার অভিযোগ বেলা সাড়ে ১১টার দিকে দয়ারামপুর বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্র-জনতা। পরে তারা দয়ারামপুর ইউনিয়পুর পরিষদ গিয়ে ইউপি চেয়ারম্যান মিঠুর খোঁজ করতে থাকে। পরে তারা চেয়াম্যান মিঠুকে না পেয়ে তার নেমপ্লেট ও চেয়ার টেবিল ভাংচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তালা খুলে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। বেশ কিছুদিন ধরেই ইউপি চেয়ারম্যান তার কার্যালয়ে নিয়মিত অফিস করছিলেন বলে জানান এলাকাবাসী।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকারি সব সুবিধা এখনো আওয়ামী লীগের লোকজনদেরকে দেওয়াসহ নানা অভিযোগ এনে ছাত্র-জনতা চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে নেমপ্লেট ও বাইরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। তবে চেয়ারম্যান অফিসে ছিলেন না। সেখানে বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে, দাফতরিক কাজ স্বাভাবিকভাবে চলছে।
Discussion about this post