আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের বড়াইগ্রামে সহকারি কমিশনার (ভূমি)এসি ল্যান্ড ও পৌর প্রশাসক আশরাফুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেছে স্থানীয় জনগণ।
আজ শনিবার সকাল ১০ টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌরসভার অবৈধ স্থাপনা ক্ষমতার জোর খাটিয়ে ভেঙে ফেলার প্রতিবাদে ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে এবং এসি ল্যান্ড ও পৌর প্রশাসক আশরাফুল ইসলামের অপসারণ দাবিতে এই বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ করেন তারা।
উল্লেখ্য, পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের অধীনে পয়ঃনিস্কাশনের জন্য খাল খনন করতে জিয়া খালের পাশে অবৈধ স্থাপনা ভাঙ্গা শুরু করে পৌর কর্তৃপক্ষ। তবে পুনর্বাসন না করে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভেঙে ফেলার প্রতিবাদে এই বিক্ষোভ করে স্থানীয় ভুক্তভোগীরা।
এ বিষয়ে জানতে সহকারি কমিশনার ভূমি কে ফোন তিনি ফোন রিসিভ করেননি
Discussion about this post