স্টাফ রিপোর্টার, টঙ্গী :: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দায়িত্ব পালনকালে এনায়েত হোসেন (৪৮) নামে এক এপিবিএন পুলিশের উপ-পরিদর্শক মারা গেছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এ ঘটনা ঘটে। মৃত এনায়েত হোসেন বরগুনা সদরের বাসিন্দা। তিনি বর্তমানে ১০ এপিবিএন বরিশালে কর্মরত ছিলেন। ইজতেমা উপলক্ষ্যে ময়দানের দায়িত্ব পালনের জন্য তিনি টঙ্গীতে আসেন। গত ২৮ জানুয়ারি থেকে পুবাইল থানাধীন হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে থেকে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ডিউটি করে আসছিলেন।
পুলিশ জানায়, বিশ্ব ইজতেমার মাঠ গ্যাসের মেইন লাইন আরব টেন্টের পশ্চিম পাশে এনায়েত হোসেন গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত দায়িত্ব পালন করছিলেন। আজ সকাল ৬টার দিকে ডিউটিরত অবস্থায় অসুস্থতা বোধ করলে তার সহকর্মী এএসআই ইসলাম সরকার ও অন্যরা তাকে দ্রুত টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি )ইসকান্দার হাবিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তাই নিহতের লাশ বিনা ময়নাতদন্তে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
Discussion about this post