স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আওয়ামী লীগকে এখন আর কেউ পছন্দ করেনা বলে জানিয়েছেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জয়দেবপুর হাড়িনালে মরহুম আলী হোসেন সরকার স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্য এম মঞ্জুরুল করিম রনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘গত ১৫ বছর এই ধরনের আয়োজন করতে পারেন নি বলে জানান তিনি। কোন অনুষ্ঠানের আয়োজন করতে গেলে সরকারের বিভিন্ন সংস্থা বিশেষ করে পুলিশের অনুমতির প্রয়োজন হতো।হাসিনা ভেগে গেছে কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে। তবে আমাদের বিরুদ্ধে এখন আর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সে বিষয় গুলো খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি। বলেন ৫ আগস্ট এর আগে আমাদের জীবন কেমন ছিল, কতটা অত্যাচারিত এবং নির্যাতিত হয়েছি সে বিষয়গুলো ভুলে গেলে চলবে না।
আমরা আনন্দ ফুর্তি করবো, খেলাধুলা, ওয়াজ মাহফিলের আয়োজন করব, কিন্ত মনে রাখতে হবে গত ১৫ বছর ফ্যাসিবাদ খুনি সরকারের কার্যকলাপ গুলো মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে বলেও জাননা তিনি ।
মঞ্জুরুল করিম রনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি বারবারই সতর্ক করছেন, বলছেন, আগামীতে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হবে, সে নির্বাচনে যেন ধানের শীষকে বিজয়ী করতে পারি সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আমি জানি গাজীপুরের হাড়িনালে বিএনপির ঘাঁটি, এখানে যদি বিএনপি আগে ৯০% ভোট পেয়ে থাকে ধানের শীষে এইবার ১০০% ভোট পাওয়া উচিত। কারণ বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ খুনি হাসিনা সরকারকে ৫ তারিখে সকলে মিলে দেশ থেকে ছাটিয়ে বিদায় করে দিয়েছে এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেজন্য আওয়ামী লীগকে এখন আর কেউ পছন্দ করেনা। আওয়ামী লীগের অবস্থান আগে যেটুকু ছিল সেটুকু এখন আর নেই। তাই সকলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ কে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেজন্য কাজ করার অনুরোধ জানান। ’
টুর্নামেন্টে আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন তিনি। টুনামেন্টে টাইব্রেকারে মুচকান একাদশ বন্ধু একাদশকে ১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি। ফাইনাল খেলার উদ্বোধন করেন মো: হান্নান মিয়া হান্নু, সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
Discussion about this post