মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনায় কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভোটের তফসিল ঘোশনার দিন সাধারণ সম্পাদক প্রাথী রুপমকে বন্ধ মিলে বদলীর আদেশ প্রতাহারের দাবীতে দর্শনায় মিল এলাকায় সাধারণ শ্রমিকরা প্রতিবাদ সমাবেশ ও শান্তিুপুর্ণ অবস্থান সমাবেশ করেছে।
সুত্রে জানা যায়, কেরু চিনিকল শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচন আগামী ১৬ ফেব্রুয়ারী ৬ ফেব্রুয়ারী বিকালে তফসিল ঘোষনার দিন ছিল।কিন্ত দুপুর সাড়ে ১১ টায় কেরুজ সাধারণ শ্রমিকরা জানতে পারে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও বিপুল ভোটে সম্ভব্য বিজয়ী প্রত্যাশী সৌমিক হাসান রুপমকে ৬ ফেব্রুয়ারী বন্ধ মিল পঞ্চগড় সুগার মিলে বদলী করা হয়েছে। এর আগে রুপমকে ১৫ জানুয়ারি ঢাকা বন্ডেড ওয়ারহাউজ থেকে পার্বতী বদলী করা হয়েছিল।২২ দিনের মাথায় আবার পঞ্চগড়ে বদলী। যাতে সে নির্বাচনে অংশ গ্রহন করতে না পারে। এরই প্রতিবাদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ সাধারণ শ্রমিকরা বিকালে প্রতিবাদ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান সমাবেশ করেন। এর আগে সকালে কেরুজ কতৃপক্ষ নির্বাচন পরিচালনা কমিটির চোয়ারম্যান আঃ ছাত্তার ও মিলের ব্যবস্হাপনা পরিচালক রাব্বিক হাসান এফসি দুঘন্টা বৈঠকের পর কেরু শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সাধারন নির্বাচন সাময়িক স্থগিতের ঘোষনা দেন। সমাবেশে কেরুর শ্রমিক নেতারা তাদের বক্তব্যে বলেন যদি আগামী রোববার বদলীর আদেশ প্রত্যাহার না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।
Discussion about this post