নিজস্ব প্রতিবেদক :: টঙ্গীর ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে গাজীপুর জেলা প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করেছে শুরায়ী নেজাম অনুসারীরা। বৃহস্পতিবার রাত আটটার দিকে ময়দানের কেন্দ্রীয় সমন্বয় কেন্দ্রে হস্তান্তর প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে সম্পন্ন হয়।
শুরায়ী নেজামের আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, অন্তবর্তীকালীন সরকারের সার্বিক সহযোগিতায় শুরায়ী নেজামের তত্বাবধানে ৬ দিনব্যাপী ইজতেমা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সরকার যে তিন শর্তে আমাদের ইজতেমা করার অনুমতি দিয়েছিলেন, আমরা তা পুরন করে ইজতেমা করেছি। আমরা আশা করি সরকারি সিদ্ধান্ত মেনে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবে জেলা প্রশাসন।
স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন বলেন, বিশ্ব ইজতেমা পরিচালনার তিন সদস্যের কমিটির পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আমরা ময়দান বুঝে নিয়েছি। যথাযত নিয়মে পরবর্তী পক্ষকে ময়দান হস্তান্তর করা হবে।
এসময় জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ওয়াহিদ হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ কমিশনার হাফিজুল ইসলাম, প্রথম পর্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মাহফুজ হান্নান, মেজবাহ উদ্দিন, আবু মামুন হাশেমী, আলমগীর হোসেন, রেজাউল করিম, মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এপর্বে মাওলানা সা’দ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
Discussion about this post