আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে শারমিন বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গুরুতর অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধী রয়েছে জমজ কন্যা জিম ও মিম (৮) এবং অপর কন্যা সিনহা খাতুন (৩)।
নিহত শারমিন বেগম উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম রঘুকদমা গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে বুধবার গভীর রাতে গ্যাস ট্যাবলেট সেবন করেন গৃহিনী শারমিন খাতুন। পরে তার দুই জমজ মেয়ে সহ তিন কন্যাকে ঘুম থেকে জাগিয়ে কৃমি নাশক ট্যাবলেট বলে তাদেরকে সেই ট্যাবলেট সেবন করান মা শারমিন বেগম। কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজরা। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে মায়ের মৃত্যু হয় এবং তিন কন্যা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
ডাহিয়া ইউনিয়নের ৬ নঙ ওয়ার্ড সদস্য ইউনুছ আলী বলেন, বগুড়া থেকে নিহতের লাশ এলাকায় আনা হয়েছে। দাফন কাফনের প্রস্তুতি চলছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post