স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, এখন আর আওয়ামী লীগের দুঃশাসন নেই। কেউ ভয় পাবেন না। অনেকে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। আগামী ১০০ বছরেও দেশের শাসনে আসতে পারবে না দলটি। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসান সরকার বলেন, অনেক নেতাকর্মী মান-অভিমান করে আছেন। আমি তাদের বলবো, আপনারা কাছে আসুন। মান-অভিমান ভুলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, গার্মেন্টসের ঝুট নিয়ে আর কাউকে অস্ত্রবাজি করতে দেওয়া হবে না। চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। গাসিক ৪৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ নবীন হোসেন, এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আবুল হোসেন প্রমুখ। পরে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল দেওয়া হয়।
Discussion about this post