স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে রাজেন্দ্রপুর রেঞ্জের আওতায় রাজেন্দ্রপুর পূর্ব বিট এলাকায় তিনটি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক এক নারী কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার রেলওয়ে স্টেশন এলাকায় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিস ও বিট অফিস এবং স্টাফ কোয়ার্টারে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে ৩০-৪০ জনের একটি টিম হেলমেট পরিহিত অবস্থায় রেঞ্জ অফিসে প্রবেশ করে। এরপর কোনোকিছু না বলেই অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে।
রাজেন্দ্রপুর রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের একটি টিম হেলমেট পরিহিত অবস্থায় রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে প্রবেশ করে। এরপর কোনকিছু না বলেই অর্তকিতভাবে তিনটি অফিসে পালাক্রমে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় এক নিরাপত্তাকর্মী আহত হয়।
রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের ফরেস্ট গার্ড সেলিম মিয়া বলেন, আমি আমার স্ত্রী বাসায় শুয়ে ছিলাম। আমার ছেলে মাঠে খেলতে ছিল। হঠাৎ করে আমার ছেলে দৌড়ে এসে বলে অনেকগুলো মানুষ দা-কুড়াল নিয়ে আসছে মারবে। তারপর আমি দরজা বন্ধ করে দেই। দরজা বন্ধ করে দরজা ফাঁক দিয়ে দেখি অনেকগুলো লোক হেলমেট পরিহিত অবস্থায় আসছে। তারপর জানালার গ্লাস, ডাইনিং রুমের টেবিল, খাবার প্লেট ভাঙচুর করে।
স্টাফ কোয়ার্টারের কেয়ারটেকার গিয়াস উদ্দিন বলেন, আমি অফিসের বাহিরে ছিলাম। হঠাৎ হামলার খবর শুনে দৌড়ে অফিসে আসি। তারপর বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়।
রেঞ্জ অফিসের বাংলো নিরাপত্তা কর্মী আক্তার হোসেন বলেন, আমরা তিনজন অফিসে ছিলাম। তবে রাসেল অফিসে কাজ করতে ছিল। ম্যাডাম আমার কাছে চা চাই। আমি চা নিয়ে ম্যাডামের রুমে যাই। যাওয়ার পরে হঠাৎ দেখি অনেকগুলো লোক দৌড়াদৌড়ি করে আসছে। তারপর আমি কেসিগেট লাগিয়ে দেয়। চাবি রুমে থাকাই তালা লাগাতে পারিনি। তারপর তারা হামলা চালিয়ে সব কিছু ভাঙচুর করে।
রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের সহকারী বন সংরক্ষক ফরেস্ট রেঞ্জার নাসিমা আক্তার বলেন, আমি আমার অফিসে কাজ করতে ছিলাম। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে ৩০-৪০ জনের হেলমেট পরিহিত একটি দল অফিসে ঢুকে। কোনোকিছু না বলেই টেবিলে আঘাত করতে শুরু করে। দরজা, জানালার পর্দা ছেড়া শুরু করে। তারা বলতে থাকে আপনাদের বিট অফিসার ও রেঞ্জার কোথায়। কেন আপনারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করেন না। আপনারা কেন বনের মামলা দেন। তাদের পরামর্শ ছাড়া কেন কাজ করি। তারা নিজেদের বিএনপির বড় নেতা বলে দাবি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, দুপুরে রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়ে কম্পিউটার, মোটরসাইকেল, তিনটি অফিস ভাঙচুর করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
Discussion about this post