স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষে, ৫ ফেব্রুয়ারি বুধবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। তিনি প্রতিযোগি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, তাজউদ্দীন আহমদ সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম মঞ্জু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, এবং অন্যান্য শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
এছাড়াও, ক্রীড়া শিক্ষক আওলাদ হোসেন নয়ন, ফারুক হোসেন, ওসমান গনি, দুলাল মিয়া, নাসির-সহ অন্যান্যরা দুই দিনব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতায় সহযোগিতা করেন। এই প্রতিযোগিতায় উপজেলার ৭০টি স্কুল, মাদরাসা এবং কারিগরি বিদ্যালয় অংশগ্রহণ করে, যেখানে শিক্ষার্থীরা মনমুগ্ধ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
Discussion about this post