আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটাস্থ জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ভাঙচুর এবং ডিজে গানের তালে তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
এর আগে ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর তার বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। খুলে নিয়ে যাওয়া হয় দরজা জানালার লোহার গ্রিল। এরপর থেকেই বাড়িটি পরিত্যক্ত ছিল।
গতকাল বুধবার মধ্যরাতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখে ছাত্র-জনতা মিছিল বের করে শহরের নিচাবাজার এলাকা ঘুরে কান্দিভিটা হয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবনের সামনে উপস্থিত হয়। এসময় তারা বাড়িটিতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং ভাঙচুর চালায়। পরে সেখানে মাইক বাজিয়ে ডিজে গানের তালেতালে নেচে গেয়ে উল্লাস করে। তবে সেই সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে সেখানে দেখা যায়নি।
Discussion about this post