স্টাফ রিপোর্টার, খুলনা :: খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাকিবুর রহমান জিতুসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সকালে নগরীর সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলো জাহাঙ্গীর হোসেন মিয়া, শাওন ও সোহেল রানা ওরফে উজ্জ্বল শেখ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত কমিশনার কুতুব উদ্দিন প্রেস ব্রিফিংয়ে জানান, তালিকাভুক্ত এসব সন্ত্রাসীকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, সন্ত্রাসী জিতুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মাদক মামলাসহ ১৪টি মামলার তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ ১০টি মামলা রয়েছে। যার মধ্যে একটি মামলায় সে যাবজ্জীবন সশ্রম কারা দণ্ডপ্রাপ্ত। শাওনের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ ৬টি মামলা এবং সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ৯টি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।
Discussion about this post