নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সোমবার রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে বিজিবি, কোস্ট গার্ড ও র্যাবের দুটি পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অভিযানে ইয়াবা উদ্ধার হলেও জড়িতরা পালিয়ে গেছেন। টেকনাফের শাহপরীর দ্বীপের খুরের মুখ নামক স্থানে নাফনদী দিয়ে মায়ানমার থেকে আসা ইয়াবার চালান বোঝাই একটি কাঠের নৌকা থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল ও ২টি দেশীয় অস্ত্র। এ বিষয়ে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক জানিয়েছেন, সোমবার (৪ ফেব্রুয়ারি) রাত একটার সময় কোস্টগার্ড ও র্যাব সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, মায়ানমার থেকে আসা কাঠের নৌকাটিকে ধাওয়া দিলে চোরাচালানীরা সাবরাং খুরেরমুখ চরে নৌকাটি ফেলে সাঁতার কেটে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ইয়াবার চালানসহ এসব উদ্ধার করে।
এদিকে টেকনাফের বিজিবি-২ ব্যাটালিয়ানের সদস্যরা সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নাফ নদীর সাবরাং শোয়ারিগোদা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করেছে এক লাখ ইয়াবার একটি চালান। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, বিজিবি সদস্যরা মায়ানমার থেকে আসা মাদক বহনকারী পাচারকারীদের ধাওয়া দিলে নদী পাড়ের বেড়িবাঁধে ২টি ব্যাগ ফেলে দিয়ে তারা পালিয়ে যায়। ব্যাগ দুটি থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
Discussion about this post