স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে। সোমবার দুপুরে গাজীপুরে টঙ্গীর পাগাড় সালামের আটারকল এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল। মহান আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানবতার খাতিরে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনেছিলেন। এর প্রতিদান স্বরুপ সেই শেখ হাসিনাই জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। জিয়াউর রহমানই দেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন।
টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন এঅনুষ্ঠানের আয়োজন করেন। গাসিক ৪৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। আরও বক্তব্য রাখেন মুফতি তাজুল ইসলাম ফারুকী, ডেভিড গমেজ, আবুল হোসেন, আব্দুল হাদি পাঠান, গোপাল চন্দ্র বর্মণ, শাহ জালাল, জহিরুল ইসলাম ও আবুল বাশার বাদশা প্রমুখ। পরে এলাকার ৪ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন।
Discussion about this post