নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক ১ নম্বর প্যানেল মেয়র ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ হোসেন ডনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরের পাটগুদাম এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুন হন রেদোয়ান আহমেদ সাগর নামে এক যুবক। আসিফ হোসেন ডন এ হত্যা মামলার আসামি। এছাড়া বিএনপির অফিস ভাঙচুরের মামলাও রয়েছে তার নামে। গত বছরের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে ২৫ অক্টোবর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার আজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ডনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ২৫ ডিসেম্বর আদালত তাকে জামিন দিলে আবার পালিয়ে যান তিনি।
ওসি আরও জানান, রোববার পাটগুদাম এলাকায় ডন অবস্থান করছেন জানার পর তাকে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে ডনকে বিএনপি পার্টি অফিস ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাকে জেলে পাঠিয়েছেন।
Discussion about this post