স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে তিনজন আটক হয়েছেন। আজ সোমবার সকালে তাদের পুলিশে সোপর্দ করা হয়। গতকাল রবিরার রাত দুইটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আ. হামিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ওই ইউনিয়নের নগরহাওলা গ্রামের বাসিন্দা আবুল হোসেন (৫২), ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বালিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল রানা @বাক্কা (৩০) ও একই জেলার ত্রিশাল উপজেলার নগরচরা তরফদার বাড়ির ফজলুল হকের ছেলে জহিরুল হক (২৭)।
স্থানীয়রা জানান, রবিবার রাত দুইটার দিকে ১০ থেকে ১৫ জনের ডাকাত দল ওই গ্রামের আ. হামিদের বাড়ির দরজা ভেঙে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধাওয়া করে তিনজনকে আটক করে। খবর পেয়ে আজ সকালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (ওসি) মো. জয়নাল আবেদিন মন্ডল জানান, ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post