আল আমিন, নাটোর প্রতিনিধি : “এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে নাটোর সদর উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুটি গ্রুপে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। জুনিয়র গ্রুপে “আমার চোখে আগামীর বাংলাদেশ” এবং সিনিয়র গ্রুপে “জুলাই বিপ্লব এবং আগামীর বাংলাদেশ” শীর্ষক বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আখতার জাহান সাথী বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করেন।
Discussion about this post