আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রবিবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক জ্ঞিপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক এবং আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির তালিকা ঘোষণা প্রকাশ করা হয়। রহিম নেওয়াজ সদস্য বিলুপ্ত জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে আসাদুজ্জামান আসাদ জেলা স্বেচ্ছাসেবক দলের স্ট্যান্ডিং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আংশিক আহ্বায়ক কমিটিতে আব্দুল আজিজ, জিল্লুর রহমান চৌধুরী বাবুল, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব এবং দাউদার মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং শহিদুল ইসলাম রাজু, সাবিনা ইয়াসমিন, আবুল কাশেম, তারিকুল টিটু, ব্যারিস্টার আবু হেনা মোস্তাফা, সুফিয়া হক এবং শ্রী রঞ্জিত কুমার সরকারকে সাধারণ সদস্য করা হয়েছে। এদিকে নব্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসুবকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জেলা বিএনপির বেশ কিছু নেতাকর্মীরা। সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল্লাহ সোহেল জানান, ১৭ বছরে যারা বিএনপির মিটিং মিছিলে আসেনি এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে ব্যবসা বানিজ্য করেছে তাদের অনেককে নব্য ঘোষিত কমিটিতে রাখা হয়েছে। এদের মধ্যে বহিস্কৃত সদস্যকেও কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নির্বাচনে হারানোর জন্য যে আবুল কাসেম আওয়ামীলীগকে অর্থ দিয়েছে তাকেও আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। আমরা ঘৃণাভরে এই কমিটি প্রত্যাখ্যান করছি। আমরা দুলু ভাইয়ের নের্তৃত্বে নাটোর জেলা বিএনপি ঐক্যবদ্ধ। এজন্য আমরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করিনি।
Discussion about this post