আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়ায় ব্যাপক তল্লাশীর পরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের সদস্যরা । জানা যায়, গতকাল শনিবার ভোর ছয়টার দিকে মোঃ ওসমান গনিকে ফজরের নামাজের সময় তার বাড়ির পাশে মসজিদের সামনে তার পিছন থেকে কে বা কাহারা গুলি করলে তার কোমরের পিছনে বাম পাশে গুলি লেগে রক্তাক্ত জখম হয়। আহত ওসমান গনি উপজেলার চৌগ্রাম পারুহার পাড়া গ্রামের মৃত আব্দুল প্রামাণিকের ছেলে। এঘটনার পরে তার আত্নীয় স্বজনেরা আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ওসমান গনি চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এঘটনার খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের (১১ এসপি রেজিমেন্ট) হতে একটি সেনা টহলদল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যাপক তল্লাশীর পরে শনিবার পৌনে তিনটার দিকে ঘটনাস্থল হতে ৪০০ মিটার দূরে একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে ১ টি চাইনিজ পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এই ঘটনায় দুবৃত্তদের আটক করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন যৌথ বাহিনী।
Discussion about this post