স্পোর্টস ডেস্ক :: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগামী ২৭ ফেব্রুয়ারি মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সে ম্যাচের টিকিট নিয়ে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়েছে। প্রথম ধাপে অনলাইনে ৩০ শতাংশ টিকিট ছাড়ার পর এক ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়।
আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপের টিকিট বিক্রি। এই ধাপে বাকি ৭০ শতাংশ টিকিট বিক্রি হবে। দর্শকদের আগ্রহ দেখে এই ধাপে টিকিটের মূল্য ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের ১০০+ লোকেশনে সশরীরে ক্রিকেটপ্রেমীরা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট সংগ্রহ করতে পারবেন। এই ম্যাচ ছাড়াও দর্শক আগ্রহের তুঙ্গে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার আসরের উদ্বোধনী ম্যাচ। এছাড়া দুই ক্রিকেট হেভিওয়েট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের সব টিকিটও অনলাইনে বিক্রি হচ্ছে। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি এখনো শুরু হয়নি।
প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্য পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের। এই দুই ম্যাচে টিকিট বিক্রি শুরু হয়েছিল ২ হাজার পাকিস্তানি রুপি থেকে। এই দামে কেনা যাবে জেনারেল স্ট্যান্ডের টিকিট। ৪ হাজার রুপিতে ফার্স্ট ক্লাস, ৭ হাজার রুপিতে প্রিমিয়াম এবং ১২ হাজার পাকিস্তান রুপিতে ভিআইপি স্ট্যান্ডের একেকটি টিকিট কিনতে পারবেন দর্শকরা।
Discussion about this post