নিজস্ব প্রতিবেদক :: বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩টি যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। গতকাল শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। সেখানে বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান। বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর ও কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে সম্পন্ন হয় এসব বিয়ে। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়।
Discussion about this post