স্টাফ রিপোর্টার :: গাজীপুরে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতা কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়া জুলাই-আগস্ট বিপ্লবে নিরীহ ছাত্র জনতার উপর হামলা ও হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর গাছা থানার জাঝর বিশ্বরোড এলাকায় গাজীপুর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক বাংলাদেশ কৃষি ফার্ম আকতারুজ্জামান বাবুল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র সাবেক প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, ৩২ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হামিদ মন্ডল, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের সিনিয়র শিক্ষক মো: রেজানুর ইসলাম, জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট, আওয়ামীলীগের পতনের পর তাদের দোষররা সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন করছে। গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে। তারা এখন সাধারণ মানুষকে জিম্মি করে মামলা দেওয়ার হুমকি দিচ্ছে।
বক্তারা আরো বলেন, সম্প্রতি আওয়ামীলীগের কতিপয় দোসররা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার এবং জুলাই -আগষ্ট বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিতভাবে অনেক পদধারী আওয়ামীলীগের নেতাদের নাম বাদ দিয়ে বিএনপি জামায়াতসহ এলাকার নিরপরাধ, নিরহ মানুষের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। থানায় মামলা না করে দোসরদের সাথে আঁতাত করে কোর্টে মামলা দায়ের করেছেন। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ সময় গাজীপুর মহানগর ৩২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হামিদ মন্ডল, ৩২নং ওয়ার্ডের যুবদলের সভাপতি নূর মোহাম্মদ বাবু, ৩২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মো: আলমাছ খান, ৩২ নং ওয়ার্ড বিএনপি’র নেতা গিয়াস উদ্দীন, ৩২ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মী এবং গাছা থানার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
Discussion about this post