আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানভীর আহমেদ নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে শহরের চকরামপুর এলাকায় পচুর হোটেলে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তানভীর আহমেদ শহরের চকরামপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি প্রচুর হোটেলের কর্মচারীর কাজ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তানভির হোটেলের টেবিল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায়। এসময় হোটেলের অন্য কর্মচারীরা তাকে উদ্ধার করে দ্রুত নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post