নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে গত ১৯/০১/২৫ইং তারিখে কারণ দর্শানোর নোটিশ দিলেও থেমে নেই গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিনের একের পর এক অপকর্ম। তার অপকর্ম এবং হামলা নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর দাবি করেছে ভুক্তভোগি এলাকাবাসী। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, গত ৫ই আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেপোরোয়া হয়ে ওঠে এই ছাত্রদল নেতা। এসময় তার হাত থেকে রক্ষা পেতে মোতালেব হোসেন নামের এক ব্যক্তি গাছা থানা সহ বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে ছাত্রদল নেতা মমিনসহ ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করে। উক্ত অভিযোগে ১০/১১/২৪ইং তারিখ রাতআনুমানিক ৯ ঘটিকার সময় ২৫/৩০ জনের বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে গাছা থানাধীন কুনিয়া হাজী বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় মোতালেবকে গালি গালাজ করতে থাকে। তার এহেন কর্মকান্ডের প্রতিবাদ করায় তার বাড়িতে হামলা চালিয়ে একটি মটর সাইকেল ও বাড়িঘর ভাংচুর করে ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করে। এসময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মমিন ও তার বাহিনী মোতালেবকে বিভিন্ন রকমের হামকি ধামকী প্রদান করে চলে যায়। শুধু তাই নয় এই ছাত্রদল নেতার হাত থেকে রেহাই পাচ্ছে না দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীরা পর্যন্ত।
এদিকে ছাত্রদল নেতা মমিনের হুমকি ধামকীতে গাজীপুর মহানগরের গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। লিখিত অভিযোগে আসাদুজ্জামান আসাদ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর থেকে গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মমিনুর রহমান মমিন (২২) বেপারোয়া হয়ে উঠছেন। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং লালনসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত মমিন। তার ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। এসব সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন মমিনুর রহমান মমিন। গত বৃহস্পতিবার ছাত্রদল নেতা মমিনের নেতৃত্বে ডিস্কো জনী, নাসিম আহাম্মেদ মীম, গোলাম রব্বানী, লাহিমুল উদ্দিন নোমান, কায়কোবাদসহ ১৩-১৪ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ি ঘেড়াও করে। তাকে বাড়িতে না পেয়ে বাড়ি-ঘর ভাংচুরের চেষ্টা চলালে এলাকার লোকজন এগিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা চলে যাওয়ার সময় তাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। তিনি জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় তিনি ছাত্রদল নেতা মমিন ও তার ১৪ সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এলাকায় গেলে স্থানীয় লোকজন জানান, গাজীপুর মহানগরীর শিল্প কারখানা অধ্যুসিত গাছার কুনিয়া এলাকায় বর্তমানে এক আতংকের নাম ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিন। অটোচালক, ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ীদের থেকে তিনি জোরপূর্বক চাঁদা নেন। এলাকায় কেউ ঘর-বাড়ি তৈরী করলেও তাকে টাকা দিতে হয়। না দিলে নানা ভাবে হয়রানীর শিকার হতে হয়। তিনি কিশোর গ্যাং পরিচালনা করেন। তার গ্যাংয়ের সদস্যরা এলাকায় মাদক ব্যবসা করেন। এ ব্যাপারে ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিনের সাথে মুঠোফোনে উক্ত বিষয়ে জানতে চাওয়ার চেষ্টা করা হলে ছাত্রদল নেতা মমিনুর রহমান মমিন ফোন রিসিভ করেননি।
Discussion about this post